
কাস্টমারের কাছে হাজারও কথা শুনতে হয়।
নিচে নামবেন না। বিল্ডিংয়ে লিফট নাই,
অথচ বললেন ছয় তলায় উঠে ডেলিভারী না করলে প্রোডাক্ট রিসিভ করবেন না।
কিন্তু কেউ একবারও ভাবে না-
এমনও তো হতে পারে উনি সারাদিন অনেক ডেলিভারী করে ক্লান্ত।
উনার প্রচন্ড মাথা ব্যাথা করছে।
উনার শরীরে ১০২ ডিগ্ৰি জ্বর।
অথবা ছবির উনিই নিচে দাঁড়িয়ে।
সামান্য নিচে নামলে সামাজিক মর্যাদা বা স্ট্যাটাস নিচে নামে না, বরং মানবিকতার বহিঃপ্রকাশ ঘটে।
শুধু ডেলিভারী ম্যান না, উনারা আমাদের হেল্পিং হ্যান্ড। উনাদের ছাড়া আমরা অচল। উনাদের প্রতি সম্মান আর শ্রদ্ধা।